বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বৃহস্পতিবার আইপিএলে ঘরের মাঠে গুজরাত টাইটান্স মুখোমুখি হচ্ছে পঞ্জাব কিংসের। নিজেদের মাঠে তৃতীয় জয়ের লক্ষ্য নামছে শুভমান গিলের দল।
এখনও পর্যন্ত তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৫ নম্বরে রয়েছে গুজরাত। অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পেলেও পরের দুই ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে পঞ্জাব দলকে। ফলে এই ম্যাচে শিখর ধাওয়ানদের কাছে প্রত্যাবর্তনের।
গুজরাত টাইটান্সের অধিনায়ক গিল নিজের রাজ্যের দলের বিরুদ্ধে খেলতে নামবেন। গুজরাত দল তাঁদের উইনিং কম্বিনেশনে কোনও রকম পরিবর্তন ঘটানোর সম্ভাবনা কম। যদি না তারা শাহরুখ খানকে তার প্রাক্তন দলের বিপক্ষে খেলাতে চায়। টাইটান্সের ইমপ্যাক্ট প্লেয়ার স্ট্র্যাটেজি মোটামুটি অনুমান করা যায়, সাই সুদর্শনকে তারা পরিবর্ত ক্রিকেটার হিসাবে ব্যবহার করবে।
গুজরাত দল মহম্মদ শামি এই মরশুমে খেলতে পারছেন না। ফলে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে মোহিত শর্মাকে। বর্ষীয়ান এই পেসারের দিকে বৃহস্পতিবারের ম্যাচেও বাড়তি নজর থাকবে।পাশাপাশি দলের স্পিন আ্যাটাককে আরও শক্তিশালী করতে গত ম্যাচে রশিদ খানের সঙ্গে খেলানো হয়েছে নূর আহমেদকে। তবে ওপেনিং জুটির রান না পাওয়া কিছুটা হলেও ভাবাচ্ছে গুজরাত দলকে।
কিংস তাদের ইমপ্যাক্ট প্লেয়ার স্ট্র্যাটেজিতেও সামঞ্জস্য রেছেছে এবারের আইপিএল ম্যাচগুলিতে। যেখানে তারা প্রথমে বোলিং করলে অর্শদীপ সিং শুরু করে বা প্রভসিমরান সিং প্রথমে ব্যাট করলে শুরু করে।এই ম্যাচেও সেটাই করতে পারে পঞ্জাব।
গুজরাত এবং সানরাইজার্সের মধ্যে সাম্প্রতিক খেলায় আহমেদাবাদের পিতটি ছিল একটি দ্বি-গতির। সন্ধ্যার পরে ব্যাটিংয়ের জন্য পরিস্থিতি ভাল হওয়ার আগে কালো মাটির পৃষ্ঠটি ধীরগতির বোলারদের প্রচুর ক্রয়ের প্রস্তাব দেয়। এই ম্যাচে লাল মাটির পিচ ব্যবহার করা হতে পারে। এখনও পর্যন্ত দুই দল তিনবার মুখোমখি হয়েছে। এরমধ্যে গুজরাত জিতেছে ২ বার এবং পাঞ্জাব জিতেছে ১বার।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ – ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, আজমাতুল্লা ওমরজাই, ডেভিড মিলার, বিজয় শঙ্কর অথবা শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূহর আহমেদ, উমেশ যাদব, দর্শন নালকাণ্ডে, মোহিত শর্মা।
পঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশঃ শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং , লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, শশাঙ্ক সিং, স্যাম কারান, রাহুল চাহার, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাদা, অর্শদীপ সিং।