ম্যাট্রিমনি অ্যাপের মাধ্যমে পরিচয় করে এক যুবক সাত লক্ষ টাকা প্রতারনা করল এক যুবতীর সাথে। জানা গিয়েছে, ২০২৩ সালের ৮ই মে শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবতীর রক্তিম দাস নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ম্যাট্রিমনি অ্যাপে।দুজনের মধ্যে কথা শুরু হয়।ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।এরপরই শুরু হয় প্রতারণা।
বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অভিযোগ, যুবতীর সঙ্গে পরিচয়ের কয়েকমাস পরে যুবক তার বাবার অসুস্থতার নাম করে অনলাইন মারফত প্রথমে ৭ হাজার এবং পরে ১৭ হাজার টাকা নেয়।
গত ডিসেম্বর মাসে যুবতীর আধার কার্ড, প্যান কার্ড, ইমেল, ইন্টারনেট ব্যাঙ্কিং সহ বিভিন্ন তথ্য নেয় যুবক।এরপর যুবতীর তথ্য দিয়ে একটি ক্রেডিট কার্ড নেয় সে।সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে রক্তিম দাস যুবতীর ব্যাঙ্ক থেকে ৭ লক্ষ টাকা লোন নিয়ে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। প্রথমে ওই যুবতী বুঝতে না পারলেও পরে সে বুঝতে পারে ওই রক্তিম দাস একটা ভূয়া আকাউন্ট এর নং সে আরো জানতে পারে সে প্রতারিত হয়েছে। তার পরেই সে অভিভাবকের পরামর্শ নিয়ে শিলিগুড়ির সাইবার ক্রাইমে যোগাযোগ করে।এবং গোটা ঘটনা জানায়। পুলিশ নেমে এরপরে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।