বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আনন্দময়ী কালীবাড়িতে জেলা সভাপতি প্রার্থনা করলেন প্রার্থীকে নিয়ে।শিলিগুড়ির সবচাইতে ঐতিহ্যবাহী কালীবাড়ি আনন্দময়ী কালীবাড়িতে পূজো দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং প্রার্থী গোপাল লামা।
এদিন জেলা সভাপতি পূজো দিয়ে জানান আমাদের শিলিগুড়িতে সবচাইতে ঐতিহ্যবাহী মন্দির হল এই মন্দির। তাই মায়ের কাছে এই মন্দিরে এসে পূজো দিয়ে গেলাম। আমাদের কথা মা শুনবেন আমরা জানি। এদিন প্রার্থী গোপাল লামা মন্দিরে এসে প্রার্থনা করে জানালেন আমাদের কথা মা শুনবেন এটাই আমাদের বিশ্বাস। এদিন সকাল থেকেই আনন্দময়ী কালীবাড়িতে ছিল প্রচণ্ড ভীড়। এর উপরে প্রার্থী আসছেন শুনে ভীড় জমান ওই এলাকার স্থানীয় মানুষেরা। বর্তমানে এই কালীবাড়িতে দুর্গামন্দির তৈরী হচ্ছে সেই কারনেই ভীড় একটু বেশী হচ্ছে। জানালেন স্থানীয় একজন ভদ্রলোক, আজ সকালে যখন জেলা সভাপতি এবং গোপাল লামা এসে পৌছান,মন্দিরে ঢুকে প্রনাম করে আর্শীবাদ নেন মায়ের। গোপাল লামাও অনেকক্ষন ধরেই প্রার্থনা করেন।