বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গার্ডেনরিচে বেআইনি বহুতল ভাঙার ঘটনায় অস্বস্তিতে রাজ্য সরকার, কলকাতা পুরসভা। এদিন ফের কলকাতা হাইকোর্টের প্রশ্নবাণের সামনে পড়তে হল রাজ্য সরকার ও পুরসভাকে। পুর আধিকারিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশ্ন করেছেন বিচারপতি।
গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে বহু মানুষ মারা যান। সেই ঘটনায় মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আজ সোমবার হাইকোর্টে রিপোর্ট পেশ করল রাজ্য সরকার ও কলকাতা পুরসভা। বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে এই মামলা চলছে৷
ওই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একজন এখনও পলাতক আছে। রিপোর্টি দিয়ে জানালো রাজ্য। এই ধরনের গ্রেফতারি দেখতে ভালো লাগে। কিন্তু পুরসভার যে আধিকারিকদের সাহায্য পেয়ে এই ধরনের বেআইনি নির্মাণ হল। তাদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রশ্ন করলেন বিচারপতি জয়মাল্য বাগচী।
একাধিক প্রশ্নের সামনে এদিনও কলকাতা পুরসভাকে পড়তে হয়েছে। পুরসভার যে আধিকারিকরা চুপ করে বসেছিলেন, চক্রান্তে যুক্ত ছিলেন, তারাই আসল দোষী। এটাই তদন্ত করে দেখতে হবে। মন্তব্য বিচারপতির।
পুরসভার বেশ কিছু আধিকারিককে শোকজ করা হয়েছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে। পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে পুরসভাকে। প্রয়োজন হলে সাসপেন্ড করতে হবে। কড়া নির্দেশ বিচারপতির।
পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে তদন্ত শুরু হয়েছে ? বেআইনি নির্মাণ দেখেও যারা চুপ করে বসেছিলেন, পুরসভার সেই আধিকারিকদের কি আপনারা পুরস্কৃত করেছেন? পুরসভাকে প্রশ্ন বিচারপতির।
আদালত চায়, এই আধিকারিকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং সাসপেন্ড করা হোক। মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর। পুরসভার যে আধিকারিকরা চোখ বন্ধ করে বসেছিলেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে? প্রশ্ন বিচারপতির।