বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যত রাত বাড়ে ততই বাড়ে অপরাধ শিলিগুড়িতে এখন হোটেল কিংবা বার নয় টোটোয় করে মদ খেতে খেতে শিলিগুড়ি ঘুরছেন কিছু উসৃঙ্খল যুবক, কোন কোন জায়গাতে তাদের সাথে থাকছেন যুবতীরাও।
হাতে সিগারেট নিয়ে এই সব যুবতীদের দেখে কন্যার বাবা মায়েরা তাদের সন্তান দের ভবিষ্যতে কি হবে সেই আশঙ্কায় অস্থির হয়ে পড়েছেন। একটু রাত হলেই টোটো ভাড়া করেই বেড়িয়ে পড়ছেন তারা। মোটা টাকা এবং খাবারের লোভে টোটো চালকেরাও রাজী হয়ে যাচ্ছেন তাদের এই কথায়। শিলিগুড়িতে যে যে রাস্তা রাত্রে নীরব হয়ে যায় নটার পরে সেই সব রাস্তায় বেশী করে দেখা যাচ্ছে এইসব মদ্যপ যুবক যুবতীদের। ভয়ে কেউ কিছু বলতে সাহস করছেন না। এই খবরে যথেষ্ট চিন্তায় প্রশাসন। অনেকেই জানিয়েছেন এই সব যুবক যুবতীরা কেউ পড়ছেন আবার কেউ চাকরি করছেন কিভাবে তাদের ভবিষ্যত নষ্ট করা যায়? তবে জানা গেছে বেশী দুরে জল গড়ালেই পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। কারন তা যদি না করা হয় তবে ভবিষ্যত প্রজন্মের ভবিষ্যত বলতে আর কিছুই থাকবে না।