বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়িতে ডিমের দাম বেড়ে যাওয়ায় আগুন দামে ডিম কিনতে হচ্ছে ক্রেতাদের। বর্তমানে শিলিগুড়ির বাজারে ডিমের দাম বৃদ্বি পেয়েছে অনেকটাই। তাই ডিম কিনতে এসে নাজেহাল হচ্ছেন ক্রেতারা। অনেকেই ডিম কেনেন ক্রেট করে।
তারাও প্রায় অনেকটাই বেশী দামে ডিম কিনছেন। এছারাও সমস্যা অনেকটাই বেড়ে গেছে হোটেল এবং রেষ্টুরেন্ট মালিক ছাড়াও রাস্তায় যারা ডিম বিক্রি করে তাদের। ডিমের চপ আগে শিলিগুড়িতে পাওয়া যেত 5 টাকা করে এখন সেটা বেড়ে দাড়িয়েছে বারো টাকা করে। ডিমের চপ কিনতে এসে দাম শুনে অনেকেই মুখ লুকিয়ে ফিরে যাচ্ছেন। চলতি বাজারে কেন এইভাবে দিনের পর দিন ডিমের দাম বেড়ে গেছে সেটা বলতে পারছেন না কেউই। ছোটখাট হোটেলে অনেক রেগুলার খদ্দের আছেন এবং আসেন যারা সপ্তাহে সাত দিনের মধ্যে 5দিন ডিমভাত খেতে ভালোবাসেন। তারাও বাধ্য হয়ে নিরামিশ খেতে বাধ্য হচ্ছেন। ডিমের দাম বেড়েছে উত্তরবঙ্গের সব শহরেই। কেন বাড়ছে এত ডিমের দাম এর উত্তর নেই কারো কাছে। তবে পাইকারি বিক্রেতারা জানিয়েছেন খুব তাড়াতাড়ি কমে যাবে ডিমের দাম। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর সেই আশাতেই দিন গুনছেন মানুষ।