বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন এবারের লোকসভা নির্বাচনে ফলাফল অন্য ধরনের হবে। তৃণমূল কংগ্রেস এবারে আগের সব ফলাফলকে উলটে দেবে।
জেলা সভাপতি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রকল্পের কাছে হেরে যাবে বিজেপী। কারন মুখ্যমন্ত্রীর মত জনমুখি প্রকল্প ভারতবর্ষের কোন জায়গাতেই নেই। জেলা সভাপতি জানান রেকর্ড পরিমানে মহিলারা লক্ষীর ভান্ডার পাচ্ছেন, যেটা ইয়োরোপের মানুষের কাছেও পৌছে গেছে। সুতরাং বিজেপী যে পরিকল্পনা করছে এই লোকসভা ভোটে তৃণমূলকে হারানোর জন্য সেটা একেবারেই হতাশাতে পরিনত হবে। কারন তৃণমূল কংগ্রেস এবারের লোকসভার ফলাফলে সবাইকে চমকে দেবে। সারা বছর মানুষের কাছে থাকলাম না অথচ ভোটের সময় মানুষের বাড়িতে নিরামিষ খেতে চলে গেলাম এই পরিকল্পনা বিজেপীকে ছাড়তে হবে। কেন্দ্রীয় সরকারে থেকে মানুষের সমস্ত আশা এবং আকাঙ্ক্ষাকে জলে ফেলে দিচ্ছে বিজেপী। আর সিপিএম দীর্ঘ চৌত্রিশ বছর থাকার পরে তৃণমূলের নিন্দা খুজে বের করতে চাইছে। তবে এবারে দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেস এর ফলাফল অন্য ধরনের হবে। কেউ আটকাতে পারবে না বলে দাবী করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার শীর্ষ নেতৃত্ব ছাড়াও যুব তৃণমূল কংগ্রেস এর সকল পুরুষ এবং মহিলা সমর্থকেরা।