বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মুর্শিদাবাদে রাম নবমীর মিছিলে হামলা পরিকল্পিত। উত্তরবঙ্গের সভা থেকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পিছনে বিজেপি আছে। এমনকি মিছিলের একদিন আগে কেন ডিজি’কে সরানো হল তা নিয়েও প্রশ্ন তুললেন রাজ্যের প্রশাসনিক প্রধানের (West Bengal CM)।
আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় পালটা তৃণমূল নেত্রীকে (Mamata Banerjee) আক্রমন শানিয়েছে বঙ্গ বিজেপি। সময় এসেছে, মানুষ সব দেখতে পাচ্ছে। জবাব নিশ্চয় দেবে বলে দাবি বিজেপির রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্যের।
আজ বৃহস্পতিবার রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণীর হয়ে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমন শানান। একই সঙ্গে রামনবমীতে বিজেপির অস্ত্র মিছিল নিয়েও তোপ দাগেন। মুখ্যমন্ত্রী বলেন, মুর্শিদাবাদে রাম নবমীর মিছিলে হামলা পূর্ব পরিকল্পিত। পরশু দিনের ঘটনা কারা ঘটিয়েছিল! চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি। প্রথম আক্রমন করল কারা? বিধায়ক দলবল নিয়ে গিয়ে প্রথম হামলা করেন। অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল কে করতে বলেছে? প্রশ্ন প্রশাসনিক প্রধানের।
শুধু তাই নয়, ১৯ জন আহত হয়েছে । এমনকি ওসি আহত হয়েছেন। কোনও ভাবে উত্তেজনা ছড়াতে চাই না। কিন্তু ডিআইজিকে কেন সরিয়ে দেওয়া হল? পরিকল্পনার জন্য? মুখ্যমন্ত্রীর কথায়, লোকটা জেলাটিকে চিনত। স্পর্শকাতর জেলা। অনেক কষ্ট করে সামলাতে হয়। এই বিষয়ে কথা বলতে গিয়ে মোবাইলে একটি ভিডিও দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা দেখিয়ে বিজেপি বিধায়ক কেন গ্রেফতার হবেন না তা নিয়ে প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রীর কথায়, প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম কে দোষী।
এই বিষয়ে কথা বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, মিছিল তো আমাদের লোকেরাও করেছে। একার সম্পত্তি তো নয়! মিছিল প্রার্থনার জন্য, শান্তির জন্য করি। কেন এমন ঘটনা? তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, সবাই সব দেখতে পাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে ছাদের উপর থেকে পাথর ছোঁড়া হচ্ছে। কিন্তু মিছিলে থাকা মানুষদের উপর কাঁদানে গ্যাস ছোঁড়া হল। কোনও প্ররোচনা দেওয়া হয়নি বলে দাবি বিজেপি নেতার।
মন্তব্যের তীব্র সমালোচনা করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বও। উনি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী নন। রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি যদি জানেন কে অশান্তি করছে তাঁকে কেন ধরছে না? প্রশ্ন কংগ্রেস নেতার।