বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ির আট নং ওয়ার্ডে আজ জেলা সভাপতি পাপিয়া ঘোষের নেতৃত্বে শুরু হল তৃণমূল কংগ্রেস এর প্রচার।
আজ শিলিগুড়ির আট নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এর প্রচারে সাথী গোপাল লামা এবং জেলা সভাপতি ছিলেন মুখ্য আকর্ষন।এদিন সকাল থেকেই জেলা সভাপতি পাপিয়া ঘোষ তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে নিয়ে প্রচার শুরু করেন শিলিগুড়ির আট নং ওয়ার্ডে। জেলা সভাপতি এদিন জানান আমাদের দলকে জিতিয়ে আনতে হবে। সব প্রচার এবং পরিকল্পনা আমাদের তৈরী। তাই আমাদের দরকার মানুষের কাছে এবং মানুষের কাছে দৌড়ানো।বিজেপী তৃণমূল এর বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই পায় না। শুধুমাত্র অপপ্রচার করে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই করা যায় না। তাই আমাদের দরকার সংগবদ্বভাবে লড়াই তৈরী করা। যাতে আমরা এই লড়াই জিতে যেতে পারি।