বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ বাগডোগরা এসে পৌছালেন বিজেপীর বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। আজ বাগডোগরা এয়ারপোর্টে এসে তিনি জানালেন আবহাওয়াকে জিঞ্জাসা করুন আমি বলতে পারব না।
তিনি জানালেন আজকে বিজেপী সারা ভারত জুড়ে চিন্তা করছে। যেটা আর কেউ চিন্তা করে না। বিজেপী ভারতের মধ্যে এক শক্ত বুনিয়াদ তৈরী করছে। আমাদের দরকার মানুষের কাছে যাওয়া এবং মানুষের কাছে পৌছে যাওয়া। বিজেপী ভারতের মানুষকে এগিয়ে নিয়ে যাবার জন্য চিন্তা করছে এবং চেষ্টা করছে। আমাদের দরকার ভারতের মানুষের সাহায্য। আমরা নিজেরা চেষ্টা করি সবকিছু যাতে ঠিক করা যায়। এদিন শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দায়ী করে জানান উনি সব জেনেও চুপচাপ থাকেন। উনি দায়িত্ব নিন সবকিছুর। মানুষের আজ যে কষ্ট তার জন্য দায়ী কে থাকবে আপনারাই বলুন। এদিন বাগডোগরা এয়ারপোর্টে এসে শুভেন্দু অধিকারী জানান বিজেপী বাংলার মানুষের কাছে থাকবে। বিজেপিই পারে সোনার বাংলা তৈরী করতে। আপনাদের শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে। বলে জানান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা।