বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বুধবার সন্ধেয় লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচার শেষ হচ্ছে। ছাব্বিশ এপ্রিল ১৩ টি রাজ্যের ৮৮ টি আসনে ভোট হতে চলেছে।
এইসব আসনের ফল ঘোষণা করা হবে ৪ জুন। নির্বাচন কমিশনের দাবি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এরপর তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে সাত মে। বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৫ টি আসনে সেদিন ভোটগ্রহণ করা হবে। ইতিমধ্যে তৃতীয় দফার জন্য মনোনয়ন প্রত্যাহারের তারিখ পেরিয়ে গিয়েছে। ফলে সেখানকার প্রার্থী সম্পর্কে নির্দিষ্ট ধারণা পাওয়া গিয়েছে। ওই ৯৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৩৫১ জন প্রার্থী।
পশ্চিমবঙ্গে তিন: দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট
অসমে পাঁচ: দারাং-উদালগুড়ি, ডিফু, করিমগঞ্জ, শিলচর, নগাঁও
বিহারে পাঁচ: কিষাণগঞ্জ, য়কাটিহার, পূর্ণিয়া, ভাগপুর ও বাঁকা
ছত্তিরশগড়ে তিন: রাজনন্দগাঁও, মহাসমুন্দ, কাঙ্কের
জম্মু ও কাশ্মীরে এক: জম্মু লোকসভা
কর্নাটকে চোদ্দো: উডুপি-চিকমগালুর, হাসান, দক্ষিণ কন্নড়, চিত্রদুর্গ, তুমকুর, মান্ডা, মহীশূর, চামরাজানগর, বেঙ্গালুরু গ্রামীন, বেঙ্গালুরু উত্তর, বেঙ্গালুরু মধ্য, বেঙ্গালুরু দক্ষিণ, চিকবল্লাপুর ও কোলার।
কেরলে কুড়ি: কাসারগোড, কান্নুর, ভাগাকারা, ওয়েনাড, কোঝিকোড়, মালাপ্পুরম, পোন্নানি, পালাক্কাদ, আলাথুর, ত্রিশুর, চালাকুডি, এর্নাকুলাম, ইদুক্কি, কোট্টায়াম, আলাপ্পুঝা, মাবেলিক্কারা, পাঠানামথিট্টা, কোল্লাম, আত্তিঙ্গাল, থিইঙ্গানপুর
মধ্যপ্রদেশে ছয়: টিকামগড়, দামো, খাজুরাহো, সাতনা, রেওয়া, হোশাঙ্গাবাদ
মহারাষ্ট্রে আট: বুলধানা, আকোলা, অমরাবতী,, ওয়ার্ধা, ইয়াভালমাল-ওয়াসিম, হিঙ্গোলি, নান্দেদ, পারভানি
রাজস্থানে তেরো: টঙ্ক-সাওয়াই মাধেপুর, আজমেঢ়, পালি, যোধপুর, বারমের, জালোর, উদয়পুর, বাঁশওয়ারা, চিতোরগড়, রাজসমন্দ, ভিলওয়াড়া, কোটা, ঝালওয়ার-বারা
ত্রিপুরায় এক: ত্রিপুরা পূর্ব
উত্তর প্রদেশে আট: আমরোহা, মিরাট, বাগুত, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধনগর, বুলন্দশহর, আলিগড় ও মথুরা