বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে সঞ্জয়লীলা বনশালী পরিচালিত প্রথম ওয়েবসিরিজ। লাহোরের জনপ্রিয় যৌনপল্লী হিরামান্ডি। তার সঙ্গে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জুড়ে তৈরি হয়েছে এই ওয়েবসিরিজের কাহিনী।
ইতিমধ্যেই হিরামান্ডির ট্রেলার এবং একাধিক গান দর্শকদের মন কেড়েছে। এবার কেবল কবে মুঠোফোনে সেটি দেখা যাবে তার অপেক্ষায় রয়েছেন সকলে। এরই মাঝে হিরামান্ডি নিয়ে অনেক খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। কিন্তু জানেন কি বনশালীর এই স্বপ্নের প্রকল্পটি তৈরি করতে কেন এতোদিন সময় লাগল। যদিও পরিচালকের প্রতিটি সিনেমা ঘিরেই প্রচুর শিল্পীর অক্লান্ত পরিশ্রম থাকে।
কিন্তু ওয়েবসিরিজ সাধারণ কম বাজেটের বলে মনে করা হয়। কিন্তু যেকোনও বড় পর্দার সিনেমাকে টক্কর দিতে পারে হিরামান্ডি। এটির সেট তৈরি হয়েছে ৩ একর জায়গা জুড়ে। লাহোরের পুরনো হিরামান্ডির সেই বাদশাহী মেজাজ তুলে ধরতে কোনও কার্পণ্য করেননি পরিচালক। সাত মাস ধরে চলেছে সেট তৈরির কাজ। মুম্বইয়ের ফিল্ম সিটিতে তৈরি হয়েছে সেটটি। ৭০০ জন শিল্পী কাজ করেছেন সেটটি তৈরি করতে। ৬০০০০ কাঠের প্যানেল এবং লোহার প্যানেল ব্যবহার করা হয়েছে। তারপরে লাহোরের ওই শাহি যৌনপল্লি রূপ পেয়েছে মুম্বইয়ের ফিল্ম সিটিতে।
নেটফ্লিক্স নাকি হাত খুলে খরচা করেছে এই ওয়েবসিরিজের জন্য। এই ওয়েবসিরিজটি পরিচালনার জন্য বনশালীকে ১০০০ কোটি টাকা দিয়েছে নেটফ্লিক্স। কোিট টাকার নীচে পারিশ্রমিক নেননি কোনও নায়িকা। সবচেয়ে বেশি পারিশ্রমিক নাকি পেয়েছেন সোনাক্ষী সিনহা নিজে। ১৮ বছর ধরে হিরামান্ডি নিয়ে পরিচালনার প্রতিটি খুঁটি নাটি তিনি ভেবে রেখেছিলেন।