বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ প্রচারের শেষ দিনে চা শ্রমিকের বেশে প্রচার করে চমকে দিলেন জেলা সভাপতি। আজ তিনি শিলিগুড়ির তিনটে চা বাগানে যান এবং চা শ্রমিকদের সাথে অনেকক্ষন কথা বলেন।
তিনি পরে চা শ্রমিকদের পোশাক পড়ে চা গাছ থেকে চা পাতাও তোলেন। তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন। জেলা সভাপতি জানান চা শ্রমিকেরা সারা দিনে প্রচুর পরিশ্রম করেন চাপাতা তুলতে গিয়ে। তাদের কোলের বাচ্চাকে পিছনে নিয়ে তারা চাপাতা তোলার কাজ করেন। তাদের পাশে দাড়ানো আমাদের কর্তব্য। এই চা শ্রমিকেরা শুধুমাত্র দেশের সম্পদই নয়। আমাদের প্রেরনা। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যাতে চা শ্রমিকদের সাথে আলোচনা করে তাদের সমস্যার কথা শুনে তার সমাধান করা আমাদের কর্তব্য। আমি নিজে দায়িত্ব নিয়ে দেখবো এই সব চা শ্রমিকদের জীবনকে যেন উন্নত করে দেওয়া যায়।