বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকালে জলপাইগুড়ির ক্রান্তিতে একটি চিতাবাঘকে ধরল বন দপ্তর। ওই চিতাবাঘটি আজ সকালে লোকালয়ে চলে আসলে ওই বাঘটিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে দেন সাধারন মানুষ।
চিৎকার শুনে ছুটে আসেন ওই এলাকার স্থানীয় কাউন্সিলার।তিনিই খবর দিয়ে দেন বন দপ্তরের আধিকারিকদের। তারা এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় জাল দিয়ে চিতাবাঘটিকে ধরে খাচাবন্দি করে ফেলে। চিতাবাঘটিকে জলদাপাড়া অভয় অরন্যে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। বন দফতরের আধিকারিকেরা জানান চিতাবাঘটির খিদে পেয়েছিল খুব সম্ভবত সেই কারনেই সে খাবারের সন্ধ্যানে লোকালয়ে চলে আসে। খাবার না পেয়ে চিতাবাঘটির মাথা গরম হয়ে গিয়েছিল বলেই মনে করছেন তারা। সেই কারনে সে এলাকায় ঢুকে দৌড়াদৌড়ি শুরু করে দেয় বলে জানিয়েছে বন দপ্তরের এক শীর্ষ আধিকারিক। আপাতত চিতাবাঘটিকে দুদিন পর্যবেক্ষনে রাখা হবে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকেরা।