বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার সারা ভারতে ইউ পি এস সি -তে সে সারা ভারতে ২৫ তম স্থান অধিকার করেছে । আজকে তার এই অভূতপূর্ব সাফল্য মেয়র তার বাড়িতে গিয়ে তার এবং তার পরিবারের সাথে দেখা করে অভিনন্দন জানান।তিনি জানালেন আমি গর্বিত ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ।
এবং শিলিগুড়ি পুরনিগম ওর পাশে আছে। ভবিষ্যতে ও কি করবে এবং কিভাবে ওর আগামীদিনের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাবে ও বাড়িতে আলোচনা করুক। আমাদের জানাক। আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারি চেষ্টা করব সমাধান করবার। যেভাবে ও রেজাল্ট করেছে সত্যি সত্যি এককথায় অনবদ্য। কিভাবে ও এগোবে কিংবা ওর কি পরিকল্পনা আছে সেটা জানাক আমাদের। আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করব।এদিন মেয়রের সাথে কৃতি কন্যার বাড়িতে যান শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য এম এম আই সি এবং কাউন্সিলারেরা। তার হাতে পুস্পস্তবক এবং কিছু সাহায্য তুলে দেন মেয়র। জানান আবার আসব যদি ওর কোন দরকার পড়ে।