বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার পরেই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা হাই মাদ্রাসা। স্বাভাবিক মারণেই ছাত্র ছাত্রীদের মধ্যে প্রচুর কৌতূহল।
মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ৩রা মে ২০২৪ দুপুর ২টোর সময় সাংবাদিক বৈঠকের মাধ্য়মে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বিভিন্ন ওয়েবসাইডের মাধ্যমে ফল জানা যাবে।
পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিস( মওলানা আবুল কালাম আজাদ ভবন, সল্টলেক)-এ এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ অফিস (সংখ্যালঘু ভবন, ডিজি রোড, মালদা, বহরমপুর বিতরণ কেন্দ্র, নদিয়া ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা, সামসিয়া হাই মাদ্রাসা( দার্জিলিং), কারিশাল এক্রামিয়া হাই মাদ্রাসা ( কোচবিহার) পরমহংসপুর বরকতিয়া হাই মাদ্রাসা( পূর্ব মেদিনীপুর) , এসএম আইআই মাদ্রাসা( পশ্চিম মেদিনীপুর) বর্ধমান হাই মাদ্রাসা, কেঁথারডাঙা হাই মাদ্রাসা( বাঁকুড়া) ও হামিদিয়া হাই মাদ্রাসা( বীরভূম) কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট ০৩রা মে ২০২৪ সংগ্রহ করা যাবে। সেদিনই দুপুর ২,৩০ থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফলাফল জানা যাবে। মাদ্রাসা শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কয়েকটি ওয়েবসাইড প্রকাশ করা হয়েছে। ওখানে হয়েই ছাত্র ছাত্রীরা ফল জানতে পারবে।
http://www.wbbme.org, http://wbresults.nic.in, http://www.exametc.com এই ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফলাফল জানা যাবে।