বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রচণ্ড গরমে বিক্রি বেড়েছে ঠান্ডা জিনিসের। তবে এবারে আইসক্রীম অথবা কুলফির চাইতেও মানুষ বেশী ঝুকছেন ডাব এবং তালের দিকে।
কারন খবর এবং মোবাইলের বারে বারে দেখানো হচ্ছে এছারা ডাক্তারেরাও জানিয়েছেন আইসক্রীম অথবা কুলফি এবং অন্যান্য ঠান্ডা পানীয়ের চাইতে ডাব অথবা তাল ভালো শরীরের জন্য। শিলিগুড়িতে সেই কারনেই বিক্রি অনেকটাই বেড়েছে ডাব এবং তালের। যেখানেই যাচ্ছেন পাল্লা দিয়ে বিক্রি বেড়েছে ডাব এবং তালের। কাটা ডাব এবং কাটা তাল তো বিক্রি হচ্ছেই এর সাথে সাথে ডাব এবং তাল কিনে বাড়িতে নিজের পরিবারের জন্য নিয়ে যাচ্ছেন মানুষ। এক ডাব বিক্রেতা জানিয়েছেন প্রায় তিনগুন বিক্রি হচ্ছে ডাব এবং তাল। এমনকি ডাক্তার বাবুরাও নিয়ে যাচ্ছেন তাদের পরিবারের জন্য। গোটা শিলিগুড়িতেই এখন ডাব এবং তাল বিক্রি হু হু করে বাড়ছে। সবে এপ্রিল মাস এই গরম কোথায় গিয়ে দাড়াবে কেউ জানি না আমরা। তবে এই বছর রেকর্ড গরমের পাশাপাশি ডাব এবং তাল বিক্রিও যে রেকর্ড ছাড়িয়ে যাবে এটা বলছেন অনেকেই।