বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়ি পুরনিগমের বোর্ড অফ কাউন্সিলারদের বোর্ড মিটিং অনুষ্ঠিত হল আজকে। মেয়র গৌতম দেবের নেতৃত্বে এই বোর্ড মিটিং এ আগামীদিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করলেন মেয়র গৌতম দেব।
এদিন মেয়র গৌতম দেব জানান চলতি আর্থিক বছরে শিলিগুড়ি পুরনিগমের নতুন নতুন পরিকল্পনা আছে যেটাকে কার্যকরী করতে উদ্যোগ নেওয়া হবে শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে। আমাদের শিলিগুড়িকে পরিচ্ছন্ন রাখবার দায়িত্ব শুধুমাত্র আমাদের তাই আমরা বেশকিছু কাজ করব বলে স্থির করেছি। লোকসভা ভোটের পরে এটা প্রথম বোর্ড মিটিং। উপস্থিত ছিলেন পুরনিগমের প্রায় সব কাউন্সিলারই। শিলিগুড়ি পুরসভা আগামীদিনে একটি মডেল পুরসভা হবে বাংলার মানুষের কাছে। সেই লক্ষ্যেই আমরা আগামীদিন এগিয়ে যাচ্ছি বলে জানান মেয়র গৌতম দেব। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে যাতে গোটা শহরের মানুষের জলের যাতে কোন সমস্যা না তৈরী হয়। এবং তারপরে লক্ষ্য থাকবে যানবাহন যাতে ঠিকমতো পার্কিং করতে পারা যায়।