বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ধুপগুড়ির বাসিন্দা অসিম কর কাজে এসেছিলেন শিলিগুড়িতে। বাস থেকে নামবার সময় তিনি ভুলে যান মোবাইল নিতে। সেই সময় তিনি শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের সাথে যোগাযোগ করেন।
তিনি জানান তার মোবাইলের মধ্যে সবকিছু আছে ব্যাবসার। পুলিশ সাথে সাথে তার অভিযোগ খতিয়ে দেখে মোবাইলের ট্রাক রেকর্ড করে মোবাইলটি উদ্বার করে। তারপরে মোবাইলের মালিকের হাতে তুলে দেয় মোবাইলটি। আনন্দিত আশিশবাবু জানান আমার সবকিছু এই মোবাইলের মধ্যে। আমার পক্ষে আর কিছুতেই এই মুহূর্তে আরেকটা নতুন মোবাইল কেনা সম্ভব নয়। যদি মোবাইলটি ফিরে না পেতাম প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে যেতাম। আমি কৃতজ্ঞ শিলিগুড়ি পুলিশের কাছে তাদের সহযোগিতায় আমি মোবাইলটি ফিরে পেলাম। তারা উদ্যোগ না নিলে কিছুতেই এই কাজটি হত না। আমি আজকেই ফিরে যাব। তাই আমার কাছে প্রচণ্ডভাবে মুল্যবান আমার সময়। জানালেন তিনি।