বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গরমে মানুষের সাথে সাথে আক্রান্ত পশুরাও। শিলিগুড়িতে বেঙ্গল সাফারিতে গরমে কাহিল পশুদের জন্য আলাদা করে ঠান্ডা রাখার ব্যাবস্থা করছে বেঙ্গল সাফারি কতৃপক্ষ। এসি কুলার লাগানো হয়েছে।
প্রতিটি ঘরে আলাদা করে ঠান্ডা জল রাখা হচ্ছে। গরমে যাতে কারো শরীর খারাপ হয়ে না যায় সেটার দিকেও খেয়াল রাখছে বেঙ্গল সাফারি কতৃপক্ষ। কাহিল হয়ে গেছে সব পশুরাই। খিদে নেই নাড়াচাড়াও কম করছে। দর্শকেরা এসেও হতাশ হয়ে পড়ছেন। তাই বাধ্য হয়ে আলাদাকরে উদ্যোগ নিচ্ছেন তারা। গরম কোন খাবার দেওয়াই হচ্ছে না পশুপাখিদের। ওষুধ দেওয়া হচ্ছে। পাখার ব্যাবস্থা করছে কতৃপক্ষ। গাছ লাগানো চলছে গোটা এলাকায়। যাতে পরিবেশ ঠাণ্ডা থেকে যায়।