বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সন্দেশখালির ভাইরাল ভিডিওতে প্রমাণ সেখানে সরকার বিরোধী ষড়যন্ত্র হয়েছে। তাই অবিলম্বে রাজ্য পুলিশের উচিত স্বতোঃপ্রণোদিত মামলা দােয়র করে গঙ্গাধর কয়ালকে গ্রেফতার করা। কারণ গঙ্গাধর কয়াল ভিডিওতে স্পষ্ট বলেছে টাকা নিয়ে মিথ্যে ধর্ষণের মামলা দায়ের করেছে।
কুণাল ঘোষ দাবি করেছেন, সিবিআইয়ের কাছে আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করছে বিজেপি নেতা। সিবিআই বিজেপি নেতাদের নিরাপত্তা দিচ্ছে বলেও দাবি করেছেন তিনি। সেকারণে নারদাকাণ্ডে শুভেন্দু অধিকারীর নামে এফআইআর থাকলেও সিবিআই তাঁকে গ্রেফতার করেনি। গঙ্গাধর কয়াল সেকারণেই তড়িঘড়ি সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছে। যাতে সিবিআই তাকে সুরক্ষা দেয়।
গতকাল থেকে সন্দেশকালি কাণ্ডের ভিডিও নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল দাবি করেেছন ধর্ষণের অভিযোগ মিথ্যে। কোনও ধর্ষণের ঘটনা সন্দেশখালিতে ঘটেনি। ২০০০ টাকা নিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র।