বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সুন্দরী মহিলাদের দিয়ে বাইরে থেকে আসা নির্বাচন কমিশনের আধিকারিকদের ‘ফাঁসানো’র চেষ্টা করবে তৃণমূল। বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। কলকাতার রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে। সেই ঘটনা চর্চার মধ্যেই এমন কথা বললেন সৌমিত্র।
রবিবার সকালে নেতা – কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছিলেন সৌমিত্র। মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গিয়েছে আগেই৷ জেতার ব্যাপারেও আশাবাদী তিনি৷ বাঁকুড়া ও বিষ্ণুপুর দুটি লোকসভা কেন্দ্রেই বিজেপি ভালো অবস্থানে আছে। বাঁকুড়ায় বিজেপির মাটি শক্ত রয়েছে।
প্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নে বিস্ফোরক মন্তব্য করেছেন সৌমিত্র। হানি ট্র্যাপের কথা বললেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী৷ তৃণমূল কংগ্রেস হানি ট্র্যাপের ফাঁদে ফেলে? নির্বাচন কমিশনারদের প্রতি আগাম বার্তা দিয়েছেন তিনি৷
সৌমিত্র এদিন বলেন, বলেন,” মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে ঠিক এই ভাবে এক নির্বাচন কমিশনের আধিকারিককে মহিলা দিয়ে ‘ট্র্যাপিং’ করেছিলেন। বাইরে আসা নির্বাচন কমিশনের আধিকারিকদের উচিত তৃণমূলের ‘ট্র্যাপে’ পা না দেওয়া। হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে কোনও মহিলা আধিকারিক কিংবা ‘সুন্দরী মহিলা’র সঙ্গে ব্যক্তিগতভাবে তাদের দেখা না করা উচিত।”
তিনি আরও বলেন, ” উনি যাকে ধরেছেন,সেই নষ্ট হয়েছেন। ঘরে ঘরে ঝামেলা বাধিয়ে দেন। এর আগে কৃষক- যুব সমাজকে শেষ করে এখন মহিলাদের ধরেছেন।” রবিবার বাঁকুড়া শহর সংলগ্ন এক্তেশ্বর শিব মন্দিরে পুজো দেন সৌমিত্র। মুটরা, শ্যামদাসপুর সহ সানবাঁধা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার করেন তিনি।