বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়িতে জল নিয়ে জরুরী বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানালেন এবারে মানুষ সত্যি সত্যি পানীয় জলের পরিসেবা পাবেন। কারন অনেক দিন থেকেই মানুষের মধ্যে জল নিয়ে অসন্তোষ তৈরী হয়েছে।
জল এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ থাকতে পারবে না।পানীয় জলের পরিসেবা মানুষের কাছে এবং মানুষের মধ্যে পৌছে দেওয়া আমাদের একদিকে কর্তব্য এবং অন্যদিকে দায়িত্ব। বিগত পুরসভাতে যারা দায়িত্বে ছিলেন তারা কিছুই করেন নি। আমাদের কাজ তাদের এই কাজকে শেষ করে দেওয়া। যাতে জল তেষ্টা পেলে মানুষের আর কোন সমস্যা তৈরী না হয়। আমি সমস্ত এম এম আই সি এবং দায়িত্বপূর্ন অফিসারদের এই ব্যাপারটা নিয়ে নির্দেশ দিয়েছি। মেয়র আরো জানান জলের সমস্ত কাজ এবারে শেষ হয়ে যাবে, কারন জলের সমস্যা মানুষের গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যা থাকলে শুধুমাত্র শিলিগুড়ি কেন গোটা ভারতের যেকোন নাগরিকদের চলা সমস্যা হবে। তাই আমি আজকে আমার কাজ শেষ করে গেলাম।