বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার থেকে অতিথিরা এবং পর্যটকেরা থাকতে পারবেন দার্জিলিং ষ্টেশনেও। এতদিন ষ্টেশনে এসে বসার জায়গা থাকলেও রাত কাটানোর জায়গা ছিল না। এবার থেকে পর্যটকেরা থাকতে পারবেন দার্জিলিং ষ্টেশনে।
যেসব যাত্রীরা ষ্টেশনে আসবেন তাদের যাতে কোন ধরনের সমস্যা তৈরী না হয় সেটা দেখা হবে বলে জানালেন দার্জিলিং ষ্টেশনের আধিকারিকেরা। তারা জানালেন আপাতত থাকবার জন্য ছটি ঘর থাকবে। থাকবে বাথরুম এবং পানীয় জল। রাখা হবে বসবার জায়গা এবং বিছানাও। রাখা হবে হিটার অতিরিক্ত ঠাণ্ডা যাতে না লেগে যায়। অনেক সময় পর্যটকেরা এসে একটু বসবার জায়গা চান এবং সাথে গরম চা এবং কফিও। জানা গেছে রেলওয়ে আধিকারিকদের কাছ থেকে যে যাত্রীরা কেউই রাতে থাকতে চান না, তাদের জন্য এই ব্যাবস্থা। যাত্রীদের সুবিধার জন্যই এই ব্যাবস্থা বলে জানা গেছে দার্জিলিং ষ্টেশন আধিকারিকদের কাছ থেকে। ষ্টেশনে থাকবে গরম জল এবং রাতের খাবার। যদিও সেটা কিনেই খেতে হবে। তবে জানা গেছে পর্যটকেরা খুশী, তারা জানিয়েছেন সব জায়গা থেকেই তো কিনে খেতে হয়, যদি বিপদে ষ্টেশন পাশে থাকে ক্ষতি কি?