বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাত পোহালেই লোকসভা ভোটের তৃতীয় দফার নির্বাচন। আর তার আগেই ভোটের ডিউটি করতে এসে এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকার ঘটনা। মৃতদেহ ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশ কর্মীর নাম নবীন মুক্তান। বয়স আনুমানিক (৪৩) বছর। বাড়ি দার্জিলিং জেলার লামা রোডের ২২ নম্বর ওয়ার্ডে। তিনি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন। হঠাৎই গতকাল রাতে অসুস্থ হয়ে যান ওই পুলিশ কর্মী।
তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে ওই পুলিশ কর্মীকে চিকিৎসকরা মৃত বলে বলে ঘোষণা করেন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
আগামী কাল মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। মালদহ ও মুর্শিদাবাদ জেলার চারটি কেন্দ্রে ভোট। মালদহ জেলার দুটি জায়গায় করা হয়েছে ডিসিআরসি সেল। একটি মালদহ কলেজ মাঠ, অন্যটি পলিটেকনিক কলেজ মাঠ। অর্থাৎ সাব ডিভিশনের জন্য ডিসিআরসি চাঁচল সিদ্ধেশ্বরী হাইস্কুল করা হয়েছে। স্বাভাবিক ভাবেই সকাল থেকে সেখানে ভোটকর্মীরা ভিড় করেন।
ইভিএম মেশিন, ভোটের কাগজপত্র নিয়ে ভোটকর্মীরা বেরিয়ে গিয়েছেন বেলা বাড়তেই। নির্দিষ্ট ভোটকেন্দ্রে সময়ে পৌঁছাতে হবে। আগামী কাল সকালে নির্দিষ্ট সময়ে ভোট শুরু হবে৷ মালদহ উত্তর ও দক্ষিণ দুই কেন্দ্রে আগামী কাল ভোট।
সকালের দিকে ভোটকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। মালদহ কলেজ মাঠ থেকে ভোটকর্মীরা যাবেন। কিন্তু বাস অপ্রতুল বলে অভিযোগ ওঠে। দীর্ঘ সময় বরাদ্দ করা গাড়ির জন্য তাদের অপেক্ষা করতে হয়।
ভোটকর্মীদের অভিযোগ, দুই ঘন্টা ধরে ভোট সামগ্রী নিয়ে দাঁড়িয়ে থাকলেও কোন বাস নেই। যাও আছে, বাসে সিট সংখ্যার থেকে বেশি ভোটকর্মী উঠছেন। এভাবে চললে তারা ভোট নিতে যাবেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়।