বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জট কিছুতেই কাটছে না। এসএসসি চেয়ারম্যান ও সেক্রেটারির বিরুদ্ধে বিচারের জন্য অনুমতি কে দেবে? মঙ্গলবারও এই প্রশ্ন নিয়ে চর্চা হল এজলাসে। ফের রাজ্যের মুখ্যসচিবের মতামত চাইল কলকাতা হাইকোর্ট৷
এসএসসির একটি মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে চলছে। গত দিনও বিচারের অনুমতি কে দেবে? সেই নিয়ে চর্চা চলেছিল। রাজ্য সরকার না কী রাজ্যপাল? কার নির্দেশ প্রয়োজন? সেই নিয়ে আলোচনা হয়েছিল।
আজ মঙ্গলবার ফের শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে। সেখানে ফের রাজ্যের মুখ্য সচিবের মতামত চাইল হাইকোর্ট। ১১ জুন এই মামলার পরবর্তী শুনানি। সেই দিন রাজ্যের বক্তব্য জানতে চায় বিচারপতি।
সিবিআইয়ের তরফে আইনজীবী বলেন, আইনে যেটুকু তাদের বোধগম্য হয়েছে, চিফ সেক্রেটারির কাছে তারা আবেদন পাঠাবেন। সেই আবেদন সেখান থেকে রাজ্যপালের কাছে যাবে। কারণ চেয়ারম্যান, সেক্রেটারি নিয়োগ করে স্ট্যাটুয়ারি কমিটি। বাকি অফিসারদের নিয়োগ করে সরকার। ফলে তাদের ক্ষেত্রে বিভাগীয় সচিব বা মুখ্য সচিব অনুমোদন দিতে পারেন।
বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন করেন রাজ্যের এজিকে। মুখ্য সচিব রাজ্যপালকে সুপারিশ করতে পারে? মুখ্য সচিবকে জানাতে হবে, তিনি তাদের অনুমোদন দিতে পারেন কী না? না কী অন্য কেউ অথরিটি? তিনি কে? আইন ঠিক কী বলছে। এটা রাজ্যের থেকে আসা দরকার।
আগামী দিনে এই জট কাটবে কী? প্রশ্ন রয়েছে। পরের শুনানিতে এই বিষয়ে রাজ্যের বক্তব্য শুনবে কলকাতা হাইকোর্ট৷