বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তৃণমূল বিজেপির সঙ্গে লড়াই করে পারবে না। ময়দানে আর লড়াই নেই। লড়াই অফিসে চলে গিয়েছে। বিজেপির সঙ্গে এখন আর লড়াই নয়৷ নির্বাচন কমিশনের সঙ্গে লড়াই শুরু হয়ে গিয়েছে। রাজ্যপালের সঙ্গে লড়াই শুরু হয়ে গিয়েছে। বুধবার সকালে এমনই বললেন দিলীপ ঘোষ।
রবীন্দ্র জয়ন্তীর সকালে বেশ ফুরফুরে মেজাজে বর্ধমান – দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিনও সকালে প্রাত:ভ্রমণে বেরিয়েছিলেন তিনি৷ এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ থেকে রাজ্যের লোকসভা ভোটের অবস্থা। বিভিন্ন বিষয়ে মন্তব্য করলেন তিনি৷
বর্ধমানে ঠান্ডা ঠান্ডা কুল কুল, চারিদিকে পদ্মফুল। বুধবার এই কথাই প্রথম বললেন দিলীপ ঘোষ। এবার লোকসভা ভোট ঠিকই হচ্ছে। কোথাও কোথাও গন্ডগোল করার চেষ্টা হচ্ছে। কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছে। বাকি জায়গাতেও তাই হবে। জানালেন বিজেপি প্রার্থী।
বুধবার বর্ধমানের তেঁতুলতলা বাজারে প্রাতঃভ্রমণ করেন তিনি৷ কর্মী সমর্থকদের নিয়ে চায়ে পে চর্চাও হয়েছে। পরে তেঁতুলতলা বাজারে যান তিনি। সবজির দাম জিজ্ঞেস করেন তিনি। মানুষের সঙ্গে যোগাযোগ করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, মঙ্গলবার তৃতীয় দফার ভোট ভালোই হয়েছে। অল্প বিস্তর গন্ডগোল হবেই। তাতে ভোট প্রভাবিত হয় না। কোথাও গন্ডগোল করার চেষ্টা হচ্ছে। কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছে। বাকি জায়গাতেও তাই হবে।
এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট গতকাল কিছু নির্দেশ দিয়েছে। আবার জুলাই মাসে এই মামলার শুনানি রয়েছে। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, সবাই জানে চুরি হচ্ছে, দুই নম্বরি হয়েছে। তার সমাধান হওয়া উচিত। যোগ্য লোকেরা চাকরি পাক। এসএসসি বলে দিয়েছিল আমরা বাদবিচার করতে পারব না। আমাদের কাছে রেকর্ড নেই। প্রধানমন্ত্রী এখানে এসে বলেছিলেন যারা ন্যায্য চাকরিপ্রার্থী তাদের সঙ্গে দাঁড়াব।