বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গরমের মধ্যে ভোটের প্রচার জমজমাট। রবিবাসরিয় প্রচারে কোমর কষেছেন প্রার্থীরা। রবিবার সকালে তমলুক লোকসভা কেন্দ্রের প্রচার করলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বিস্ফোরক দাবি করেছেন প্রচার মঞ্চ থেকে। তিনি দাবি করেছেন এবারের নির্বাচনে বাংলায় ২৫টি আসন পাবে বিজেপি।
এদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোরজোর শুরু করে দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। অভিজিৎ গাঙ্গুলি দাবি করেছেন যেভাবে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বেশিদিন থাকতে পারবেন না। তাঁর কাছে নাকি খবর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন খুব শিগগিরই। এবং মুখ্যমন্ত্রী পদ বদল করতে তিনি বাধ্য হবেন।
সেই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দুর্নীতিগ্রস্ত আত্মীয়কে মুখ্যমন্ত্রী পদে বসাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকে নিশানা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। গতকাল শুভেন্দু অধিকারী মালদার রতুয়ার সভা থেকে বলেছিলেন সপ্তাহের প্রথমেই বোমা ফাটবে তৃণমূল কংগ্রেসের অন্দরে। বেসামাল হয়ে যাবে তৃণমূল কংগ্রেস।
শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। কী ঘটতে চলেছে সোমবার। ফের ইডি-সিবিআই তৎপরতা শুরু কোনও নেতা মন্ত্রীর বাড়িতে নাকি আরও বড় কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে। এদিকে শুভেন্দু অধিকারী আগেও দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার আর বাংলায় থাকতে পারবে না।
অন্যদিকে গতকাল শুভেন্দুর মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা সার্জিকাল স্ট্রাইক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। দুই নেতার হুমকি-পাল্টা হুমকিতে সরগরম হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার। এই নিয়ে জোর তরজা শুরু হয়ে গিয়েছে।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন তমলুকে সভা করেছেন শুভেন্দু অধিকারীও। সেখানে সন্দেশখালি থেকে তিন মহিলাকে নিয়ে এসেছিলেন তিনি। সেখান থেকে সন্দেশখালি ইস্যুতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত উল্লেখ্য একদিকে কয়েকদিন আগে বালুরঘাটে সভা করতে এসে অমিত শাহ নিজে দাবি করেছিলেন বাংলায় ৩০টি আসন বিজেপি পাবে। আগে তিনি বলেছিলেন ৩৫টি আসন পাবে বিজেপি। এদিকে বঙ্গ বিজেপি প্রার্থী বলছেন ২৫টি আসন। আরও কমল আসন সংখ্যা।