বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জমজমাট পাহাড় তাই একেবারেই কাজের মধ্যে টুরিজমের কাজ করা ব্যক্তিরা। আসা এবং যাওয়ার টিকিট মিলছে না।
না ট্রেনে না বাসে যাদের ট্রেনের টিকিট কাটা নেই তারা নির্ভর করছেন বাসের উপরে। কিন্তুু সেখানেও তৈরী হয়েছে সমস্যা, টিকিট নেই বাসের। বেশীরভাগ পর্যটকদের ফেরা কলকাতা কিংবা বর্ধমানে অথবা দূর্গাপুরে। তারা টিকিট কেটে রেখেছেন আগের থেকেই, কিন্তুু টিকিট কাটেন নি অনেকেই, অনেকেই বাসের টিকিট কেটেছেন ট্রেনের টিকিট না পেয়ে, সেই টিকিট হচ্ছে না, তাই বেশী দাম দিয়ে গাড়ী ভাড়া করতে বাধ্য হচ্ছেন অনেকেই যারা আর্থিক দিক থেকে ভালো জায়গাতে আছেন তাদের কোন সমস্যা নেই, কিন্তুু যারা একেবারেই টাকা জমিয়ে এসেছেন তারাই সমস্যায় পড়ে যাচ্ছেন। অনেক পর্যটক এনজেপী ষ্টেশনের পাশে থাকা হোটেলে থাকছেন। যত দেরী হবে খরচ ততই বেড়ে যাবে। তাই আর্থিক দিক থেকে চিন্তা করেই সমস্যায় পড়ে গেছেন অনেক মানুষ। বাস এখন অনেক বেশী পরিমানে ছাড়ছে কিন্তুু তাতেও যদি সুরাহা না হয় তবে আমাদের কিই বা করবার আছে? জানালেন বাস টার্মিনার্সের এক উচ্চপদস্থ আধিকারিক। তিনি জানিয়েছেন অন্যান্য বারের চাইতে তিনগুন বেশী পর্যটক এসেছেন তাই টিকিটের সমস্যা তৈরী হচ্ছে তবে সব ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। ফিরতে হবে তাই তাড়াহুড়ো পর্যটকদের তাই হয়ত একটু বেশীই সমস্যা হচ্ছে বলে জানালেন পর্যটন সংস্থার সাথে জড়িত একজন কর্মী তিনি জানিয়েছেন এটা প্রতিবার হয়েই থাকে হয়ত এবার একটু বেশিই হচ্ছে তবে চিন্তার কিছু নেই।