বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামীকাল দশ তারিখ থেকে আগামী পচিশ তারিখ পযর্ন্ত শিলিগুড়িতে থাকবে না পানীয় জল।
যদিও মেয়র গৌতম দেব জানিয়েছেন একেবারেই বন্ধ থাকবে না জল তবুও আজ সকাল থেকে পাড়ায় পাড়ায় পুরসভার তরফ থেকে বলা হয়েছে যে আগামীকাল থেকে জল থাকবে না পনেরো দিনের জন্য। আজ সকাল থেকেই জলের জারিকেন নিয়ে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন জলের জন্য। জল থাকবে না এই আশঙ্কায় গতকাল থেকেই শুরু হয়ে গেছে জারিকেন কেনার ধুম। জল থাকবে না এই আশঙ্কায় শিলিগুড়ির বিভিন্ন আবাসনের আবাসিকরাও চিন্তিত। পানীয় জল থাকবে না এই খবর চলে গেছে শিলিগুড়ি শহরের বিভিন্ন হোটেল এবং রেষ্টুরেন্ট মালিকের কানেও। জলের মুল্য যে কতটা সেটা জানেন না এমন কেউ নেই এই পৃথিবীতে। কাজেই পুরসভার ঘোষনার ফলে মানুষের মনে একটাই চিন্তা চলে গেছে কিভাবে চলবে। আগামীকাল সকাল থেকে থাকবে না পানীয় জল এই আতঙ্ক নিয়ে আজ সকাল থেকেই ছুটোছুটি করছেন সাধারন মানুষ। কারন তাদের সমস্যা তো সবার চাইতে বেশী। জল পাওয়া যাবে কিভাবে সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছেন তারা।