বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ থেকে থাকবে না পানীয় জল। তাই আজ সকাল থেকেই জলের জারিকেন নিয়ে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে দৌড়ে বেড়াতে দেখা গেল শিলিগুড়ির স্থানীয় মানুষকে।
বেশ কয়েকটি ওয়ার্ডে গতকাল বিকেল থেকেই জল আসেনি, আজ সকালে জল আসলেও সেটা কতক্ষন থাকবে সেটা নিয়েই চিন্তিত সাধারন মানুষ। সকালেই জল নিতে সাইকেল নিয়ে এক জায়গা অন্য জায়গাতে দৌড়ে বেড়াতে দেখা গেল অনেক মানুষকে। মেয়র যদিও নিজে জানিয়েছেন সময় বেশী লাগবে না, যুদ্বকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে খুব তাড়াতাড়ি মানুষ জল ঠিকঠাক পাবেন। শিলিগুড়ির মোট 47টি ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে কাজ বন্ধ হয়ে আছে বেশ কয়েকদিন ধরেই। জলও আসছেনা। সমস্যা নিয়ে জলের জন্য দৌড়াতে হচ্ছে সাধারন মানুষকে। জলের কারনে অনেকেই চিন্তায় পড়ে আছেন।কবে জল আসবে। পানীয় জল বন্ধ হবার খবরে চিন্তায় পড়ে গেছেন হোটেল এবং রেষ্টুরেন্টের মালিকেরাও। পানীয় জল না পেলে কিভাবে কাজ চলবে আপাতত এটা নিয়েই চিন্তায় তারা। যদিও পুরসভা বলছে পাউচ প্যাকেট যথেষ্ট পরিমানেই সরবরাহ করা হবে প্রতিটি ওয়ার্ডেই। তবে সেটা ঠিক কতখানি পর্যাপ্ত আছে সেটাই দেখবার বিষয়। পানীয় জলের সমস্যা বেশ কয়েক বছর ধরেই বেড়েছে শিলিগুড়িতে, বারবার প্রতিশ্রুতি দিয়েও সফল হন নি পুরসভা। তাই এবারে দীর্ঘায়িত এই জলের সমস্যা ঠিক কতটা ভুগাবে সেটা নিয়েই দুশ্চিন্তায় সাধারন মানুষ।