বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে প্রায় ৯০ কিমি দূরে সীতাপুরে একই পরিবারের ছয়জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য।
মা-স্ত্রী ও তিন সন্তানকে হত্যার পরে এক যুবক আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি মথুরা থানার পালহাপুর গ্রামের। এদিন সকালে এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রথমে মা ও স্ত্রীকে খুব করে। তারপরে তিন সন্তানকে খুন করেন। পরিবারের পাঁচজনকে খুন করার পরে আত্মঘাতী হন ওই যুবক। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুসারে অভিযুক্ত যুবক মাদকাশক্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিল।
শনিবার রাতে পালহাপুর গ্রামের কৃষক বীরেন্দ্র সিংয়ের ছেলে অনুরাগ সিং এই কাণ্ড ঘটায়। মানসিকভাবে বিপর্যস্ত অনুরাগ সিং মা সাবিত্রী দেবি (৬২), স্ত্রী প্রিয়াঙ্কা সিং (৪০), মেয়ে অশ্বি (১২), ছেলে অনুরাগ ও মেয়ে অর্ণাকে খুন করে। প্রথম চারজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। ছোট মেয়ের মৃত্যু হয় হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। এই ঘটনার পরে অনুরাগ সিং (৪৫) নিতেই আত্মহত্যা করেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সীতাপুরের এসএসপি চক্রেশ মিশ্র বলেছেন, মথুরার রামপুর পুলিশ খবর পেয়েছে, অনুরাগ সিং নামে মানসিকভাবে অসুস্থ এক যুবক নিজের পরিবারের পাঁচ সদস্যকে খুন করে। প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর ঝগড়া হত। কারণ তাকে মাদকাশক্ত থেকে মুক্তির জন্য পাঠানোর কথা চলছিল। এব্যাপারে পুলিশ ও এফএসএল তদন্ত শুরু করেছে। সব দিক থেকে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ঘটনার পরে শান্ত সীতাপুরের পালহাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।