বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাত বাড়লেই শুরু জুয়া এবং মদের আসর। আর সেই সাথে অশ্রাব্য গালিগালাজ। তাতে আতঙ্কে যাত্রীদের মধ্যে। গত কয়েক মাস ধরেই চলছে যাত্রীদের মধ্যে আতঙ্ক।
অনেক যাত্রী প্রতিবাদও করেছেন কিন্তুু তাতে কোন কাজ হয় নি বলে জানিয়েছেন যাত্রীরা। অনেক যাত্রীদের অভিযোগ মদ খেয়ে এত বাজে ভাষায় কথা ভেসে আসে যে সামনে দিয়ে যাওয়ায় আমাদের দায়। আমরা আমাদের পরিবারের সাথে যাতায়াত করি তাই প্রচণ্ডভাবে সমস্যায় পড়ছি। সামনে দিয়ে যেতেই লজ্জায় পড়ে যাই। নিজেদের বাচ্চাদের সামনে দিয়ে যেতেই আমাদের লজ্জা লাগে। জানা গেছে এর সাথে জড়িত হয়ে পড়ছেন ওই টার্মিনার্সে কাজ করা অনেক কর্মচারী। অনেক দিন থেকেই চলছে এই আড্ডার আসর। সাথে থাকে টাকার প্রলোভন। প্রশাসনকে জানিয়েও লাভ হয় নি কোন বলে জানিয়েছেন কয়েকজন বাস যাত্রী। অনেক যাত্রী জানিয়েছেন এখন আমাদের কিছুই করবার নেই। শিলিগুড়ি থেকে কলকাতা যাতায়াত করি যদি বেশী প্রতিবাদ করি তবে বাড়তে পারে সমস্যা। সেই কারনেই কিছু বলি না। তবে এই বিষয়টি নিয়ে শিলিগুড়ির দুই তৃণমূল কাউন্সিলার পদক্ষেপ নিতে চলেছেন বলে খবর। তবে ঠিক কতদিনে সেটাই দেখার অপেক্ষায় মানুষ।