বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নেতাজী কেবীন বিখ্যাত সারা বাংলা জুড়েই। সেখানে গোটা বাংলা থেকে মানুষ আসেন। কিন্তুু কোন” চারপেয়ে” জীব? হ্যা নেতাজী কেবীনের রোজকার খদ্দের এই গরুটি।
দেখতে বেশ লম্বা গায়ে নম্বর ও দেওয়া আছে। রোজ তার আসা চাইই চাই। নেতাজী কেবীনের পাউরুটি বেশ পছন্দ তার। নেতাজী কেবীনের মালিক প্রনব বাগচি জানিয়েছেন রোজ সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে আসে সে। তাকে একবার নয় দুই থেকে তিনবার পাউরুটি খাওয়াতে হয়, তবেই সে যায়। শুধু তাই নয় অন্যান্য দোকানেও সে যায়। তবে নেতাজী কেবীনে সে আসবেই। মালিক জানালেন আমাদের এখানে রোজ বহু মানুষ আসেন সাহায্যের জন্য এবং খাবারের জন্য। কিন্তুু এই খদ্দের একেবারেই আলাদা। জানালেন প্রনব বাবু। প্রনবেন্দু বাগচির কথায় বেশ কয়েক মাস ধরেই সে আসছে এখানে। আমি খাবার দিলেই ও চলে যায়। ওর সাথে আমার দোকানের সকালের অন্য খদ্দের দের ভালো পরিচয় হয়ে গেছে। তাই ও এখন আমার দোকানের নিয়মিত খদ্দের জানালেন প্রনবেন্দু বাগচি। তিনি আরো জানান এইটুকু আমাদের সবার করাই উচিত। এটা তো সমাজ, আর সামান্য সামাজিক কর্তব্য তো আমাদের পালন করতেই হবে। জানালেন প্রনবেন্দু বাগচি।