বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আমির খান, অজয় দেবগনের মতো বড় বলিউড তারকাদের ছবির শ্যুিটং দিল্লিতে হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করেই পর পর দুটো ছবির শ্যুটিং দিল্লিতে না করার কথা জানিয়েছেন পরিচালক। কারণটা শুনলে সত্যিউ চমকে উঠবেন। দিল্লিতে নাকি এখন আর শ্যুটিং করা যাচ্ছে না। কারণ এতোটাই দামি হয়ে গিয়েছে শ্যুটিং স্পট গুলি।
রাজধানী দিল্লির কোনও জায়গায় শ্যুটিং করতে গেলে মোটা টাকা চাওয়া হচ্ছে। যেমন রাজীব চক মেট্রো স্টেশনে শ্যুটিং করতে গেলে প্রতিঘণ্টায় ২ লক্ষ টাকা দিতে হচ্ছে। আবার বিমানবন্দরে শ্যুটিং করতে গেলে ঘণ্টায় ১২ লক্ষ টাকার বেশি দিতে হচ্ছে। অর্থাৎ ৪ ঘণ্টা রাজীব চক মেট্রো স্টেশনে শ্যুটিং করতে গেলে ৮ লক্ষ টাকা দিল্লি মেট্রো রেলকে দিতে হবে। তার সঙ্গে জিএসটি আছে। তার পরে আবার দিল্লি পুরসভাকে আড়াই লক্ষ টাকা দিতে হবে পার্কিংয়ের জন্য আবার দিল্লি পুলিশকে নিরাপত্তার জন্য দিতে হবে ১ লক্ষ টাকা।
সেকারণেই ছবি নির্মাতা এখন দিল্লিতে শ্যুটিং করতে চাইছেন না। তার পরিবর্তে মধ্যপ্রদেশ বা উত্তর প্রদেশের কোনও জায়গায় শ্যুটিং করতে চাইছেন তাঁরা। জানা গিয়েছে আমির খানের সিতারে জমিন পর ছবির শ্যুটিংেয়র সিংহভাগই প্রথমে দিল্লিতে করার পরিকল্পনা ছিল। এক মাস ধরে সেখানে শ্যুটিং হওয়ার কথা ছিল। কিন্তু সেটা ৮ থেকে ১০ দিনের জন্য হবে।
একই কারণে অজয় দেবগনের রেড-২ ছবির শ্যুটিংও দিল্লিতে কাটছাঁট করা হয়েছে। জাহ্নবী কাপুরের উলঝ ছবির শ্যুটিং মাত্র ১০ থেকে ১২ দিনের মধ্যেই শেষ করে দেওয়া হয়েছে দিল্লিতে। এর থেকে লন্ডনে ছবির শ্যুটিং করতে কম টাকা খরচ হয় বলে দাবি করছেন প্রযোজকরা। দিল্লির অধিকাংশ শট ভোপালে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
দিল্লির পরিবর্তে লখনউয়ে ৪৭ দিন ধরে শ্যুটিং হয়েছে অজয় দেবগনের রেড-২ ছবির। আর দিল্লির ইন্ডিয়া গেটে মাত্র ৪ দিনেই শ্যুটিং শেষ করা হয়েছে। বলিউডের এখন সিংহভাগ ছবির শ্যুটিং লখনউ অথবা মধ্যপ্রদেশে করা হচ্ছে। তার কারণ দিল্লির বিপুল খরচ। এমনকী বিদেশে শ্যুটিং করতে যাওয়ার পরিবর্তে এখন উত্তরাখণ্ডকে বেছে নিচ্ছেন প্রযোজকরা। তার কারণ তাতে খরচ অনেকটাই কম হয়। ৩০ কোটির বাজেটের ছবির দেশের বাইকে শ্যুটিং করতে ২০ কোটি টাকা চলে যায়। কিন্তু উত্তরা খণ্ডে তার অর্ধেক টাকায় শ্যুটিং হয়ে যায়।