বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ট্রয় ট্রেনের জন্য নতুন নির্দেশিকা তৈরী করল রেল।আগামীকাল থেকে ট্রয় ট্রেন ছাড়বে সকাল সাড়ে নটার সময়।
ট্রয় ট্রেনকে আরো জনপ্রিয় করে তুলতে নানান উদ্যোগ নিচ্ছে রেল।সেকারনেই ট্রয় ট্রেনকে নতুনভাবে সাজানো হয়েছে। আগামীদিনে যাতে ট্রয় ট্রেনের জনপ্রিয়তা পর্যটকদের কাছে আরো বেড়ে যায় সেই কারনে ট্রয় ট্রেনকে সাজিয়ে তুলছে রেল। ট্রেনের মধ্যে লাগানো হয়েছে টিভি,দেওয়া হচ্ছে চা এবং কফি। পর্যটকদের জন্য সবকিছু করতে ঝাপিয়ে পড়ছে রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রয় ট্রেনের টিকিট যাত্রীদের কাছে আরো সহজে পৌছে দেওয়ার চেষ্টা করছে রেল। সবমিলিয়ে আরো দু এক মাসের মধ্যে ট্রয় ট্রেনকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাইছে রেল। সামনেই পূজো আর সমস্ত পর্যটকদর আকর্ষন পড়ে থাকবে এই ট্রয় ট্রেনে র উপরে।তাই নতুনভাবে তৈরী হওয়া ট্রয় ট্রেনের জন্য ঝাপাবেন পর্যটকেরা। ঠিক এমনটাই মনে করছেন উত্তরবঙ্গের পর্যটন দপ্তরের আধিকারিকেরা। তারা জানিয়েছেন পূজোতে নতুনভাবে তৈরী হবে ট্রয় ট্রেন, সাজবে ষ্টেশনগুলিও তাই জোরকদমে কাজ চলছে তাদের।