বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ওয়ার্ড কে নিয়ে সমীক্ষায় নামল তৃণমূল।কোন কোন ওয়ার্ড থেকে ঠিক কি ফলাফল আসতে পারে আপাতত সেটা নিয়েই সমীক্ষায় তৃণমূল নেতৃত্ব।
কোন ওয়ার্ড থেকে কি ফলাফল আসতে পারে, কোন ওয়ার্ড থেকে আগের চেয়ে বেশী লীড থাকছে আপাতত সেটা নিয়েই চলছে আলোচনা। জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এর সকল নেতৃত্ব এই আলোচনায় অংশ নিয়ে জানান এইভাবে যদি আমরা চিন্তা করি তবে হয়ত একটা আন্দাজ করতে পারব ঠিক কি ফলাফল আসতে পারে। জেলা সভাপতি জানান আগের চাইতে আমাদের প্রচার অনেক ভালো হয়েছে। মানুষের আর্শীবাদ আমাদের সাথে আছে। তাই সমীক্ষা আমাদের পক্ষে থাকবে বলে দাবী করেন জেলা সভাপতি। এদিন জেলা সভাপতির সাথে একপ্রস্থ আলোচনা করেন তৃণমূল কংগ্রেস এর যুব তৃণমূল এর পুরুষ এবং মহিলা কর্মীরা। জেলা সভাপতি এদিন জানান আমাদের দরকার জয়, আর এবারে দার্জিলিং সেই হাসি আমাদের উপহার দেবে। আমরা এইভাবে শিলিগুড়ির সবকটি ওয়ার্ড পর্যালোচনা করে একটা সিদ্ধান্তে আসব। দেখা যাক ফলাফল কি দাড়ায়।