বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকাল থেকেই বৃষ্টি নামল শিলিগুড়িতে। আজ সকাল থেকেই হাওয়া দিয়ে বৃষ্টি নামল শহরে। আগের চাইতে তাপমাত্রা অনেকটাই কমে গেল বৃষ্টির কারনে।
সকাল থেকেই মেঘাচ্ছনন ছিল আকাশ। গতকাল রাত থেকেই ঝিড়ঝিড় বৃষ্টির কারনে তাপমাত্রা নেমে যায় অনেকটাই। বৃষ্টির কারনে কাজে বেরিয়ে অনেকেই আটকে পড়ে যান বিভিন্ন এলাকায়। আটকে পড়ে যায় ইষ্কুল বাস এবং অন্যান্য সরকারি গাড়িও। শিলিগুড়ি শহরের পাশাপাশি বৃষ্টি নামে মাটিগাড়া এবং নৌকাঘাটেও। শিলিগুড়ির বহু এলাকায় জল জমে যাওয়ার খবর পাওয়া গেছে। শিলিগুড়ির পাশাপাশি বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতেও। বৃষ্টির কারনে জলপাইগুড়ি ষ্টেশনে আটকে পড়েন বহু যাত্রীরা। আটকে পড়েন এনজেপী তে পৌছানো দুরপাল্লার ট্রেনের যাত্রীরাও। জল জমে যাওয়ার কারনে এদিন সকাল থেকেই যানযট ছিল শিলিগুড়িতে। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বৃষ্টির কারনে ছিড়ে পড়ে যায় টেলিফোনের তার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ আরো তিনদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শহর জুড়ে। তবে বৃষ্টির কারনে ঠান্ডা হয়ে যায় শহর শিলিগুড়ির তাপমাত্রা।