বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পশ্চিম মেদিনীপুরে পুলিশ সক্রিয়। কারণ তৃণমূল নিজেদের অস্তিত্ব বাঁচাতে পারছে না। এদিন বাঁকুড়ায় এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা এবারের বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, কর্মীরা বেরোতে সাহস করছেন না। তবে বিজেপি বাংলায় ৩০ আসনের টার্গেট নিয়ে এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, উত্তরবঙ্গে তৃণমূল হেরেছে। আর দক্ষিণবঙ্গে ওদের বাঁচাবে কিন্তু, কর্মীরা বেরোচ্ছে না, গুণ্ডারাও বেরোচ্ছে না। সেই জন্য নির্বাচনে জয় পেতে পুলিশই একমাত্র ভরসা ওদের। যে কারণে পুলিশকে দিয়ে হয়রানি করানো হচ্ছে।
দিলীপ ঘোষ বলেন, শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি ছাড়াও, মঙ্গলবার বেলদায় বিজেপি সদস্য অনুকূল সাউকে গ্রেফতার করা হয়েছে। রাতে খড়গপুরে একজন মণ্ডল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কয়েকজন কর্মীর বাড়িতেও পুলিশ হানা দিয়েছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।
বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর প্রশ্ন, এরাঁ কি সমাজ বিরোধী নাকি? এঁরা কি কালো টাকার কারবারি, নাকি তোলাবাজ? তিনি অভিযোগ করেন, কোনও কাগজ না দেখিয়ে পুলিশ বাড়িতে গিয়ে হয়রানি করছে, কর্মীদের ভয় দেখাচ্ছে।
প্রসঙ্গত মঙ্গলবার কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে পুলিশের তল্লাশি অভিযান চলে। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোদী দলনেতা। আর ভোর রাতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সেক্রেটারি-সহ তিন বিজেপি নেতার বাড়িতেও পুলিশ তল্লাশি চালায়। কোনও কাগজ ছাড়াই পুলিশ তল্লাশি চালায় বলে সোশাল মিডিয়া পোস্টে দাবি করেছেন বিজেপি প্রার্থী।
এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, এর একটাই উদ্দেশ্য, এছাড়া তৃণমূলের জেতার কোনও রাস্তা নেই। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতী হামলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রামকৃষ্ণ মিশনের মতো সংস্থায় বহু লোকের বিশ্বাস রয়েছে, বহু বছর ধরে তারা কাজ করছে। সেই ধরনের সংস্থার ওপরে .হামলা নিয়ে তিনি বলেন, সরকার কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? হামলাকারী দুষ্কৃতীদের অবিলম্বে সাজার ব্যবস্থার দাবি করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, রামকৃষ্ণ মিশনে কেউ হামলা করবে, তা বাংলার মানুষ মেনে নেবে না।
বসিরহাটে জেতার পরে তিনি সন্দেশখালি যাবেন। মঙ্গলবার অশোকনগরের সভা থেকে এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, উনি সন্দেশখালি যাবেন, না কাশী যাবেন, তা উনাকেই ঠিক করতে হবে।
তবে দিলীপ ঘোষ এদিন রাজভবন নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।