বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মুখোমুখি স্কুটি ও বাইক দুর্ঘটনা, আহত ১,মৃত ২। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর রামনগর পেট্রোল পাম্পের কাছে রবিবার ভোররাতে।পুলিশ সূত্রে খবর,একটা বাইক ও স্কুটি মুখোমুখি সংঘর্ষ হয়,ফলে দুজনের মৃত্যু হয় ও এক মহিলা গুরুতর আহত হয়।
মৃত ব্যক্তিদের নাম সারুফ সরদার (২২)। অপর ব্যক্তি নাম সাহারফ সরদার (২৬),বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং তালদি রাজাপুর এলাকায়। মৃত ব্যক্তিরা সম্পর্কে দুই ভাই। পেশায় রাজমিস্ত্রি কাজ করতো।
গুরুতর আহত মহিলার নাম তানিয়া খাতুন(১৯)। পরিবার সূত্রের খবর, তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর কুড়ালি সাহাপুর এলাকায়। আহত মহিলার তানিয়া কবাডি খেলার পারদর্শী ছিল। মথুরাপুরে একটি প্রশিক্ষণ কেন্দ্রে কবাডি প্রশিক্ষণ নিতে যেত সে। মথুরাপুর প্রশিক্ষণ কেন্দ্র থেকে সাহেব বাড়ি ফিরছিল বাইকে করে।রামনগর পেট্রোল পাম্প এর কাছে স্কুটি ও বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় তানিয়া। স্কুটি ও বাইক এবং ওই তিনজন ব্যক্তি রাস্তায় পড়েছিল।বারুইপুর থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । সারুফ ও শাহারফকে বারইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তানিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা হাসপাতালে রেফার করা হয় । তবে তানিয়া টুসি নামে এক মহিলা নাম করে। তার কোন খবর পাওয়া যায়নি পুলিশের কাছে।পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।