বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তিরুবনন্তপুরমের বিদায়ী কংগ্রেস সাংসদ শশী তারুরের ব্যক্তিগত সহকারী গ্রেফতার। সূত্রের খবর, সোনা চোরাচালানের অভিযোগে তাঁকে দুবাইয়ে আটক করা হয়। তারপর দিল্লিগামী বিমানে ভারতে পাঠানো হয়। দিল্লিতে বিমানবন্দরের টার্মিনাল থ্রি থেকে কাস্টমস শশী তারুরের পিএ শিবপ্রসাদ কুমারকে গ্রেফতার করে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কাস্টমস সূত্রে দাবি করা হয়েছে, শিবপ্রসাদ কুমারকে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর এক সহযোগীকে দুবাই থেকে আনা সোনা-সহ গ্রেফতার করা হয়েছে। কাস্টমসের তরফে দাবি করা হয়েছে. প্রায় ৩০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সোনা ও তার উৎস নিয়ে তদন্ত শুরু করেছে কাস্টমস।
সূত্রের খবর, শিবপ্রসাদ কুমার দুবাই থেকে দিল্লিতে আসেন। তারপর কাস্টমস কর্তারা সোনার উৎস নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। কেন তিনি সোনা ভারতে আনছিলেন, সেই প্রশ্নও করা হয়। তবে শিবপ্রসাদ কুমার নাকি কোনও সন্তেআষজনক উত্তর দিতে পারেননি। পাশাপাশি তিনি এব্যাপারে প্রয়োজনীয় নথিও দেখাতে পারেননি।
অন্যদিকে তিরুবনন্তপুরমের বিদায়ী কংগ্রেস সাংসদ শশী তারুর দাবি করেছেন, সোনা পাচারের অভিযোগে দিল্লি বিমানবন্দরে গ্রেফতার হওয়া শিবপ্রসাদ কুমার তাঁর প্রাক্তন কর্মীদের মধ্যে একজন. তিনি বিমানবন্দরে পরিষেবা প্রদানের আংশিক সময়ের কর্মী ছিলেন বলে দাবি করেছেন শশী তারুর। তিনি দাবি করেছেন, তিনি কোনও অভিযুক্ত কিংবা অন্যায়কে প্রশ্রয় দেন না।
নিজের এক্স হ্যান্ডেলে শশী তারুর বলেছেন, ওই কর্মী ৭২ বছর বয়সী এবং অবসরপ্রাপ্ত। তাঁকে ঘন ঘন ডায়ালিসিসও করাতে হয়। তিনি আরও বলেছেন, তিনি ভোটের প্রচারে ধর্মশায়াল ছিলেন। সেই সময় তাঁর কর্মীদের একজন এব্যাপারে তঁকে জানান। এই খবর শুনে তিনি হতবাক হয়ে যান।