বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গতকাল শনিবার ছিল ভ্যাপসা গরম। গলদঘর্ম অবস্থা হয়েছে কলকাতা সহ আশপাশের বাসিন্দাদের। আজ রবিবার কেমন যাবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?
রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির কথা আগেই জানানো হয়েছিল।
রাজ্যে বর্ষা চলে এসেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ছড়িয়ে পড়ছে বর্ষার জলভরা মেঘ। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির কথা জানানো হয়েছিল। কমলা সতর্কতা জারি করা হয়েছে জেলাগুলিতে৷ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা আছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহের শুরুর তিন দিন উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ রবিবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আজ কলকাতা সহ আশপাশের জেলায় ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
এছাড়াও পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও থাকছে। আগামী মঙ্গলবার পর্যন্ত তিন দিন এই বৃষ্টি হবে বলে খবর।
শনিবার অস্বস্তিসূচক অনেক বেশি ছিল। রবিবার থেকে সেই অস্বস্তি অনেকটাই কাটবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাও নামবে বলে খবর। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সকালের দিকে ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।