বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মাদ্রাজ হাই কোর্টের এই রায়ে চমকে উঠেছে সরকারি কর্মী থেকে নেতা মন্ত্রীরা পর্যন্ত। যত দিন যাচ্ছে ততই মানুষের মূল্যবোধ, সততা কমছে।
আর তার পরিনামেই নেতা মন্ত্রী থেকে শুরু করে সরকারি কর্মীরা সাধারণ মানুষের থেকে ঘুষ নিচ্ছে। জানা গিয়েছে, ২০১৭ সালে শক্তিভেল নামের একজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তখন থেকেই শুরু হয় মামলা। কিন্তু মামলা চলাকালীন অভিযুক্ত পুলিশ আধিকারিক শক্তিভেলের মৃত্যু হয়। এবার সেই মামলাতেই দোষী সাব্যস্ত করা হল শক্তিভেলের স্ত্রী দেবিনায়কিকে। অভিযুক্তদের তালিকায় নাম উঠল তাঁর। আদালত জানিয়েছে যে তার স্বামীর আয়ের থেকে অনেক বেশি বিলাস বহুল জীবন কাটাতো। তার স্ত্রী সবটা জেনেও স্বামীকে আটকায় নি। তাই তিনিও সমান দায়ী।
সেই পুলিশ আধিকারিকের মৃত্যু হওয়ায় আদালত এবার এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে তাঁর স্ত্রী দেবিনায়কি। কিন্তু সেই রায় মানতে নারাজ দেবিনায়কি। তাই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানান তিনি। কিন্তু সুরাহা কিছুই হল না। সম্প্রতি মাদ্রাস হাই কোর্টের মাদুরাই বেঞ্চে দেবিনায়কি আর্জি জানালে বিচারপতি কেকে রামাকৃষ্ণন সেই আর্জি খারিজ করে দিয়েছেন। এই প্রসঙ্গে বিচারপতি জানান, ‘এই দেশে দুর্নীতি অকল্পনীয়ভাবে বিস্তৃত হয়ে পড়েছে। দুর্নীতি বাসা থেকে শুরু হয় এবং সরকারি কর্মীর স্ত্রী যদি দুর্নীতির পক্ষে থাকে, তাহলে এই দুর্নীতির কোনও শেষ নেই। ঘুষের অর্থের কারণে দেবিনায়কির জীবন আরামদায়ক হয়ে উঠেছিল। তাই তাঁকে এখন এর পরিণতি ভোগ করতে হবে এবং শাস্তি পেতে হবে।’ সাধারণ মানুষ এই রায়কে স্বাগত জানিয়েছে।