বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আগামী ৭ তারিখ বাংলার ১২ জন সাংসদকে নিয়ে মিটিং করতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার সঙ্গে ডাক পড়েছে শুভেন্দু অধিকারীর। দলীয় সূত্রে খবর কেন্দ্রীয় নেতৃত্ব সকলকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেবেন। এই বৈঠকে মূলত আলোচনা হবে আগামীতে দলের লক্ষ্য নিয়ে।
পার্টি কীভাবে আগামী দিনে চলবে। নব নির্বাচিত সাংসদরা কীভাবে কাজ করবেন। নেতারা কীভাবে সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় জন সংযোগ করবেন তার একটি রূপরেখা বেধে দেওয়া হতে পারে এই বৈঠকে। তবে এই মিটিংয়ে ভোটের ফলাফল নিয়ে কোনও রকম পর্যালোচনা করা হবে না বলেও জানা যাচ্ছে।
সূত্রের খাবে একটা ব্যক্তিগত কাজে আজ সকালেই দিল্লির উদ্দেশ্য রওনা দিয়েছেন তমলুকের জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠেছে সাংসদদের সঙ্গে মিটিং। এখানে শুভেন্দুর ডাক কেন? বৈঠক প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আগামী ৭ তারিখ দিল্লিতে সকলে মিলে বসব। সেখানে রাজ্যসভা ও লোকসভার নব নির্বাচিত সাংসদদের ডেকে পাঠানো হয়েছে। তার পাশাপাশি রাজ্যের বিধানসভার নেতাদের ডেকে পাঠানো হয়েছে। তাঁরা যাবেন। আমাদের এখান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও যাওয়ার কথা রয়েছে।” একটা প্রশ্ন উঠেছে যে দিলীপ ঘোষ দলীয় কোন্দলের শিকার হয়েছেন। আর সেই বিষয়ে তীর শুভেন্দুর দিকে। এখন দেখার এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কি বলেন।