বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এবার মুখ খুললেন বিষ্ণুপুরের নব নির্বাচিত সাংসদ সৌমিত্র খাঁ। বাংলায় বিজেপির ১২ জনের মধ্যে সংখ্যার নিরিখে সবথেকে ‘সিনিয়র’ সাংসদ সৌমিত্র খাঁ।
তাঁর তাহলে দলের কাছে প্রত্যাশা কী? প্রশ্নটা রাখা হয়েছিল সৌমিত্র খাঁর কাছে। তিনি স্পষ্ট বললেন, “প্রত্যাশা আছে, যদি একটা সরকারি জায়গা মেলে। রাঢ় বাংলায় বিধায়কদের জেতাতে হলে আমাকে দায়িত্ব দিতে হবে। বাংলার লড়াকু নেতাদের দায়িত্ব দিতে হবে। তাহলে বাংলায় বিজেপি খুব ভাল জায়গায় থাকবে। আর যদি তোষামোদি লিডার দেওয়া হয়, তাহলে জেনে রাখুন আমরা বাংলায় ভাল জায়গায় থাকব না।” এর মধ্যে অভিষেক অবশ্য বলেই দিয়েছেন যে বিজেপির বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক তাঁর সাথে যোগাযোগ করেছেন। সন্দেহ এখানেই প্রবল হয়।
অভিষেকের কথা প্রসঙ্গে সৌমিত্র জানান, জেলা স্তরের তৃণমূল নাতাদের সাথে তার যোগাযোগ আছে। তিনি বলেন, “জেলা স্তরের লোকেরা বলছেন দাদা তুমি চলে এসো, তাহলে বর্ধমান দুর্গাপুর আসানসোল, পুরো রাঢ় বাংলায় কেউ আর কোথাও থাকবে না। প্রতিকূলতা তৈরি করেছিল ওরা। প্রচুর চোরাস্রোত ছিল। আমি নিজেও বুঝতে পারিনি, এই লড়াইটা দিতে পারব। ভোটের দুদিন আগেও বুঝতে পারিনি। দু’দিন আগে গিয়ে বুঝেছি সব শেষ।” দিলীপ ঘোষের হারের ব্যাপারে সৌমিত্র খাঁ মুখ খোলেন। তিনি বলেন,দিলীপ ঘোষ যোগ্য দায়িত্ব পাননি, তারই খেসারত দিতে হচ্ছে দলকে।