বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রেলে যাত্রার সংজ্ঞাটাই বদলে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। দেশের একাধিক রুটে শুরু হয়েছে সেমি বুলেটের পরিষেবা।
আগামী কয়েক মাসের মধ্যে আরও কয়েকটি রুটে এই ট্রেনের সূচনা হতে পারে বলে খবর। যার মধ্যে একটি বারাণসী ক্যান্ট থেকে হাওড়া (Varanasi-Howrah (Kolkata) পর্যন্ত চলতে পারে। এমনটাই ‘ইন্ডিয়া ডট কমে’র প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, বর্তমানে বারাণসী এবং নয়াদিল্লির মধ্যে সেমি বুলেটের পরিষেবা রয়েছে। বারাণসী থেকে পাটনা এবং রাঁচির মধ্যেও বন্দে ভারতের পরিষেবা রয়েছে। রেল ব্যবস্থাকে মজবুত করতে এবার হাওড়া-বারাণসীর মধ্যেও দেশের অন্যতম, দ্রুতগামী এই ট্রেন (Varanasi-Howrah (Kolkata) Mini Vande Bharat Express Train) ছুটবে বলে খবর।
‘ইন্ডিয়া ডট কমে’র প্রকাশিত খবর অনুযায়ী, মিনি অর্থাৎ ৮ কোচের বন্দে ভারত ছুটবে হাওড়া এবং বারাণসীর (Varanasi-Howrah (Kolkata) Mini Vande Bharat Express Train) মধ্যে। যার মধ্যে স্লিপার এবং চেয়ার কারের সুবিধা পাওয়া যাবে। শুধু তাই নয়, প্রতি ঘন্টায় ১৩০ কিমি বেগে ট্রেনটি (Mini Vande Bharat Express Train) ছুটবে। ফলে মাত্র ৬ ঘণ্টায় বারাণসী এবং হাওড়ার মধ্যে যাত্রীরা যাত্রা করতে পারবেন। তবে এই ট্রেন বারাণসী স্টেশন থেকে ছাড়বে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
তথ্য অনুযায়ী, বারাণসী-হাওড়া বন্দে ভারত (Mini Vande Bharat Express Train) চালাতে একটি প্রস্তাব তৈরি করা হয়। এরবং তা ২০২৩ সালেই ভারতীয় রেলবোর্ডকে পাঠানো হয়। এরপরেই এই রুটে বিশেষ সমীক্ষা শুরু হয়। এবং রেল মন্ত্রকের কাছে একটি রিপোর্ট জমা পরে। এরপরেই বারাণসী-হাওড়া বন্দে ভারত পরিষেবা শুরু করা নিয়ে আশার আলো তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কোনও বক্তব্য রেলের কাছ থেকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
মিনি বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে উত্তর এবং পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। বহু মানুষ গোটা বছর ধরে কাশীতে মহাদেবের দর্শনে যান। এমনকি বারাণসীর সঙ্গে দীর্ঘদিন বাংলার সম্পর্ক খুবই গভীর। এই ট্রেন চালু হলে কম সময়ে, আরামদায়ক ভাবে যাত্রীরা মহাদেব দর্শনে যেতে পারবেন। চেন্নাইয়ের রেল ফ্যাক্টারিতে Mini Vande Bharat Express Train এর নির্মান কাজ চলছে। কোচ থেকে শুরু করে একাধিক অ্যাডভান্সড ফিচার যোগ করা হয়েছে এই ট্রেনে।