Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ফের একবার বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এব্যাপারে ৫৪ টি ওষুধ এবং ফর্মুলেশনের দাম বেধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব ওষুধের দাম কমানো হয়েছে, তার মধ্যে রয়েছে মাল্টি ভিটামিন, ডায়াবেটিস, হার্ট এবং কানের রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। ফলে অনেকটাই স্বস্তি পেতে চলেছেন সাাধারণ মানুষ।

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির ১২৪ তম সভায় এই ওষুধগুলির দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে বিক্রি হওয়া ওষুধের দাম নির্ধারণ করে এই ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। বৈঠকে ৫৪ টি ওষউধের ফর্মুলেশন ছাড়াও আটটি বিশেষ ওষুধের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনপিপিএ-র বৈঠকে যে ৫৪ টি ওষুধের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ডায়াবিটিস, হার্ট, অ্যান্টিবায়োটিক, ভিটামিন ড়ি, মাল্টি ভিটামিন, কানেরপ ওষুধ। এর আগে গত মাসেও অনেকগুলি প্রয়োজনীয় ওষুধের দাম কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ছিল ৪১ টি সাধারণ ওষুধ এবং ছটি বিশেষ ওষুধর। অ্যান্টিবায়োটিক, মাল্টি ভিটামিন, ডায়াবিটিস, হার্ট সংক্রান্ত ওষুধের দাম গত মাসেও কমানো হয়েছিল। এছাড়াও লিভারের ওষুধ, গ্যাস-অ্যাসিডিটি, ব্যথানাশক, অ্যালার্জির ওষুধও গতমাসে সস্তা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এনপিপিএ-এর এই সিদ্ধান্ত থেকে কোটি কোটি মানুষ উপকৃত হতে পারে। কেননা বর্তমানে দেশে ডায়াবিটিস রোগীর সংখ্যাটা ১০ কোটির বেশি। ডায়াবিটিসের রোগীদের নিয়মিত ওষুধ খেতে হয়। সেই পরিস্থিতিতকে শুধু ডায়াবিটিসের ওষুধের দাম কমায় উপকৃত হতে চলেছেন প্রায় ১০ কোটি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *