বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সকালের দিকে আকাশ আংশিক মেঘলা। বুধবারের তুলনায় বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে দুই ডিগ্রির বেশি। বুধবার পশ্চিমেচর জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সব জায়গাতেই ৪০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে।
গত কয়েকদিন ধরে কলাইকুন্ডা, পানাগড়, আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২-৪৩ ডিগ্রির আশপাশে। কিন্তু বুধবার তা নেমে গিয়েছে যথাক্রমে ৩৭.৬, ৩৮.৮ এবং ৩৯.১ ডিগ্রি সেলসিয়াসে। আপাতত রাজ্যের কোথাও তাপপ্রবাহ কিংবা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস নেই। স্বস্তির বার্তা দিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন ও শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এদিনের জন্য আপাতত তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। যা মঙ্গলবার ও বুধবারেও পূর্বাভাস ছিল।