বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: স্পিকার পদের নির্বাচন নিয়েও যুযুধান দুই পক্ষ। এনডিএ প্রার্থী দেওয়ার পাশাপাশি কংগ্রেসও প্রার্থী ঘোষণা করেছে। কংগ্রেস স্পিকার পদে কে সুরেশকে প্রার্থী করেছে। কিন্তু এখনও তাতে ইন্ডিয়া জোটের সকলের সমর্থন পায়নি কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এখনও এই নিয়ে কোনও বক্তব্য জানায়নি।
এই পরিস্থিতিতে তরিঘড়ি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাজনাথ সিং। স্পিকার পদের ওম বিড়লার জন্য সমর্থন চেয়েই এই ফোন করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও অবস্থান স্পষ্ট করা হয়নি। এদিকে আগামীকাল সকাল ১১টায় স্পিকার পদের নির্বাচন রয়েছে।
স্পিকার পদে এনডিএ প্রার্থী করেছে ওম বিড়লাকে। কিন্তু তাকে সমর্থন করতে রাজি হয়নি কংগ্রেস। আলাদা করে ুপ্রার্থী করেছে তারা। কংগ্রেস স্পিকার পদে প্রার্থী করেছে কে সুরেশকে। আগামীকাল স্পিকার পদে নির্বাচন। তার আগে স্পিকার নির্বাচন নিয়ে রাজনৈিতক তরজা শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
এদিকে স্পিকার নির্বাচন নিয়ে এখনও তৃণমূল কংগ্রেস তাঁদের অবস্থান স্পষ্ট করেনি। তাই নিয়ে ইন্ডিয়া জোটের ফাটলের জল্পনা শুরু হয়েছে। তারপরেই শোনা গিয়েছে যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এদিকে শোনা গিয়েছে যে রাজনাথ সিং নাকি ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি স্পিকার পদে ওম বিড়লার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমর্থন চেয়েছেন। যদিও ওম বিড়লাকে সমর্থন করবেন কিনা মমতা তা নিয়ে কোনও অবস্থান এখনও স্পষ্ট করেনি তৃণমূল কংগ্রস।
এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন যে সব বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলেই কে সুরেশকে কংগ্রেস প্রার্থী করেছে। প্রোটেম স্পিকার নির্বাচনের পর থেকেই এনডিএ জোটের সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল। সংবিধান না মেনেই এনডিএ জোট নিজেদের পছন্দের ব্যক্তিকে প্রোটেম স্পিকার পদে বসিয়েছে। সাংবিধািনক পথে গেলে বিরোধী দলের কোনও সাংসদই প্রোটেম স্পিকার পদে বসেন। কিন্তু এবার সেটা ঘটেনি।