বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কলকাতার বিভিন্ন জায়গায় ফের ইডির অভিযান। এদিন সকাল প্রায় সাতটা থেকে চার ব্যবসায়ীর ঠিকানা-সহ কমপক্ষে আট জায়গায় তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেসব জায়গায় তল্লাশি চলে, তার মধ্যে রয়েছে আলিপুর, যাদবপুর এবং লেকটাউন।
ইডি সূত্রে খবর, কয়েকশো কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে সিঙ্গাপুর যোগও পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরেই এদিনের অভিযান বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিনের অভিযান চলে।
ভোট মিটতেই রাজ্য জুড়ে ফের সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সিবিআই রাজ্য শিক্ষা দফতরের প্রধান কার্যালয় বিকাশ ভবনে তিনদিন ধরে তল্লাশি চালাচ্ছে। শুক্রবার দুপুরে তারা সল্টলেকের বিকাশ ভবন থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের দাবি করেছে। সূত্রের খবর ওইসব নথিতে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংস্কান্ত জরুরি তথ্য রয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে শিক্ষা দফতরের কাগজপত্র রাখার জন্য ব্যবহার করা ওই গুদামটি ২০২২-এর ২৩ ডিসেম্বর সিল করে দিয়েছিল সিবিআই। প্রায় দেড় বছর সময় পরে বুধবার সেই গুদামে যান সিবিআই আধিকারিকরা। বুধবারের পর বৃহস্পতিবারেও সকাল থেকে সন্ধে পর্যন্ত গুদামে তল্লাশি চলে। শুক্রবার তল্লাশি চালানোর সময় সেখান থেকে বস্তাভর্তি নথি উদ্ধার হয়। সেগুলি সিবিআই-এর তরপ থেকে বাইরে নিয়ে আসা হয়।
গত মাসের শেষের দিকে ভোট পর্ব চলার মধ্যেই ইডির তল্লাশি অভিযান চলেছিল শহরে। রাজারহাট-নিউটাউনের একাধিক জায়গায় চলে চল্লাশি অভিযান। ভিন রাজ্যের ব্যাঙ্ক জালিয়াতি মামলার তদন্তে ইডির অভিযান বলে জানা গিয়েছিল। তার আগে গত ফেব্রুয়ারি ও মার্চেও শহরে ইডির অভিযান হয়েছে।